টাম্পাকোর মালিককে আত্মসমর্পণের নির্দেশ

আপডেট: ২০১৬-১১-২৩ ১৬:২২:২৮


Suprimগাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় করা হত্যা মামলায় কারখানার মালিক সৈয়দ মকবুল হোসেনসহ ছয় কর্মকর্তাকে এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসর্মপণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার সৈয়দ মকবুল হোসেন ও তার পরিবারের সদস্যসহ ৮ কর্মকর্তার জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিন, আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার।

সঙ্গে ছিলেন আইনজীবী এম আতাউল গণি। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে, গত ১০ সেপ্টেম্বর ওই কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অনেক হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গত ১২ সেপ্টেম্বর টঙ্গী থানায় হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে দু’টি মামলা দায়ের করা হয়।

মামলায় মকবুল ছাড়া তার স্ত্রী সাজেদা পারভীন হোসেন, ছেলে টাম্পাকোর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর আহমেদ, কারখানার মহাব্যবস্থাপক শফিকুর রহমান, ব্যবস্থাপক (প্রশাসন) মনির হোসেন, ডিএমডি সাফি-উস-সামি আলমগীর ও ব্যবস্থাপক (প্রশাসন ও আইন) আবু হানিফকে আসামি করা হয়। তবে এর মধ্যে শুধু এক মামলায় আসামি করা হয়েছে মেয়ে আবিদা হোসেনকে।