না ফেরার দেশে অভিনেতা গোলাম হাবিবুর রহমান মধু

প্রকাশ: ২০১৬-১১-২৩ ১৩:৪৮:৩২


modhuনা ফেরার দেশে চলে গেলেন প্রবীণ অভিনেতা গোলাম হাবিবুর রহমান মধু। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০০২ সালে প্রথম হার্ট অ্যাটাক হয়েছিল গোলাম হাবিবুর রহমান মধুর।  তারপর বিপদ কাটিয়ে সুস্থ হয়ে ওঠেন এই অভিনেতা। কিন্তু গতকাল রাতে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হলে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে ওয়ার্ড থেকে সিসিইউতে (কার্ডিয়াক কেয়ার ইউনিট) নিয়ে যাওয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন।

আজ বাদ আসর নগরীর আদাবরের বায়তুল আমান মসজিদে  প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর মরদেহ নেয়া হবে বিএফডিসিতে। বিকাল সাড়ে ৩টার দিকে দীর্ঘদিনের প্রিয় জায়গা শিল্পকলায় তার মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

প্রবীণ এ অভিনেতার মৃত্যু খবর ছড়িয়ে পড়তেই নাট্যঙ্গনের শোকের ছায়া নেমেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তারকারা তার আত্মার শান্তি কামনা করছেন।

মাত্র ১৮ বছর বয়সে রাজশাহীতে মঞ্চে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন মধু। ১৯৬২ সালে বেতারে কাজ শুরু করেন তিনি। ১৯৬৯ সালে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন মধু। মঞ্চের সঙ্গে প্রবীণ এই অভিনেতার দীর্ঘ দিনের সম্পর্ক থাকলে বেশকিছু দিন ধরে মঞ্চে দেখা যায়নি তাকে। মঞ্চ, টিভি ছাড়িয়ে তিনি অভিনয় করেছেন রুপালি পর্দাতেও। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘চন্দ্রনাথ’, ‘পেনশন’, ‘সন্তান যখন শত্রু’ প্রভৃতি।