রাষ্ট্রদূতের চুরি যাওয়া ব্যাগ উদ্ধার, গ্রেফতার ২

প্রকাশ: ২০১৬-১১-২৩ ১৬:৫৩:২২


hollandঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠান থেকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মারগারিটা কুলেনারার চুরি যাওয়া ব্যাগসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে ব্যাগসহ তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।

গ্রেফতারদের মধ্যে একজনের নাম রুবেল বলে জানা গেছে। তবে অপরজনের নাম, পরিচয়সহ বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

মাসুদুর রহমান বলেন, ‘ ব্যাগ চুরির ঘটনায় জড়িত দুইজনকে গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) গ্রেফতার করেছে। চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে।’

আজ বিকেলে মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ‘ফ্রিডম’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী চলাকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মারগারিটা কুলেনারার ব্যাগ চুরি হয়ে যায়।