আগামীকাল থেকে শুরু হচ্ছে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ
প্রকাশ: ২০১৬-১১-২৩ ১৮:১৬:৩৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামীকাল ২৪ নভেম্বর বৃহঃপতিবার থেকে শুরু হচ্ছে।এবারের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। বিজোড় রোল নম্বরধারী পরীক্ষার্থীদের পরীক্ষা সকাল শিফট ১১:০০ টায় এবং জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা বিকাল শিফট তিনটায় অনুষ্ঠিত হবে। প্রত্যেক শিক্ষার্থীকে পরীক্ষা শুরুর এক ঘন্টা আগেই পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে।
শিক্ষার্থীদের পরিবহন সুবিধার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনের চারটি বাস ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে পরীক্ষা শুরুর ২ ঘন্টা আগে থেকে ১৫ মিনিট পরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত শিক্ষার্থী আনা নেয়া করবে। উল্লেখ্য পরীক্ষা শুরুর পূর্বদিন সন্ধ্যা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষাকেন্দ্রের আশে-পাশের এলাকায় ১৪৪ ধারা জারীসহ ভ্রাম্যমান আদালতের ব্যবস্থা থাকবে।
৫ টি ইউনিটে মোট ১৯ টি বিভাগে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা গত ০২ অক্টোবর থেকে ১২ নভেম্বর ২০১৬ তারিখ পর্যন্ত টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে ঝগঝ পদ্ধতিতে আবেদন করে। ভর্তির জন্য পাঁচটি ইউনিটে মোট আবেদন পড়ে ৩০৯০৩ টি (ক ইউনিটে- ৫৩২৯ টি, খ ইউনিটে- ৬৬২৭ টি, গ ইউনিটে- ৫৬০৩ টি, ঘ ইউনিটে- ১১৮৮৬ টি এবং ঙ ইউনিটে- ১৪৫৮ টি)। এবার ৫ টি ইউনিটে মোট ১৯ টি বিভাগে সর্বমোট আসন সংখ্যা ১০৪০টি। অর্থাৎ প্রতি আসনের জন্য প্রতিযোগীতা করবে ৩০ জন করে শিক্ষার্থী। ক-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল ২৪ নভেম্বর, খ-ইউনিট ২৫ নভেম্বর, গ-ইউনিট ২৬ নভেম্বর, ঘ-ইউনিট ২৭ নভেম্বর এবং ঙ-ইউনিট ২৮ নভেম্বর – ২০১৬ তারিখে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের প্রবেশপত্রে সদ্য তোলা এবং স্পষ্ট ছবি লাগাতে হবে। সকল পরীক্ষার্থী পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন, ডিজিটাল ঘড়ি বা অন্য কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস সাথে নিয়ে আসতে পারবে না। ভর্তি পরীক্ষার আসনবিন্যাস ও অন্যান্য তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd)–– এ পাওয়া যাবে।
সানবিডি/ঢাকা/আজিজার/এসএস