মাগুরায় যাত্রীবাহী বাস পুকুরে, আহত ১১

প্রকাশ: ২০১৬-১১-২৪ ১০:২০:২৩


ফাইল ছবি
ফাইল ছবি

মাগুরা সদর উপজেলার শেখপাড়া নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে ১১ যাত্রী আহত হয়েছেন। বুধবার দিবাগত গভীর রাতের এই ঘটনায় আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিস, আহত যাত্রী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরা-যশোর ভায়া আড়পাড়া সড়কের মাগুরা সদর উপজেলার শেখপাড়া নামকস্থানে ঢাকা থেকে যশোরগামী একটি যাত্রীবাহীবাস একটি দেশী ইঞ্জিন চালিত নছিমনকে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়।

এতে ১১ জন আহত হয়। খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে বাসের পিছন দিকের কাঁচ ভেঙ্গে ১১ জনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠায়। মাগুরা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মনিরুজ্জামান জানান, বাসের মধ্যে কোন মৃতদেহ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ১১ জনকে জীবিত উদ্ধার করে। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।