শিগগির হাসপাতাল ছাড়ছেন খাদিজা
আপডেট: ২০১৬-১১-২৬ ১৪:১২:৫৫
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি শিগগির হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন।
আজ বেলা ১২ টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা এ তথ্য জানান।
খাদিজা বেগম বলেন, ‘আমার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আমি ভালো আছি। শিগগির হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, গত ৩ অক্টোবর শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট এমসি কলেজের পুকুর পাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।