সিঙ্গাপুরকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ
প্রকাশ: ২০১৬-১১-২৬ ১৮:৫২:২৬
সিঙ্গাপুরের বিপক্ষে আগের ৪ ম্যাচের সব ক’টিতেই জিতেছিল বাংলাদেশ। স্বাভাবিকভাবে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপের সেমিফাইনালে দেশটির বিপক্ষে বাংলাদেশই ছিল ফেবারিট।
টুর্নামেন্টের আগের দুই বারের চ্যাম্পিয়ন লাল সবুজ জার্সিধারীরা ফেবারিটদের মতোই খেলেছে- সিঙ্গাপুরকে ৮-০ গোলে বিধ্বস্ত করে পৌঁছে গেছে ফাইনালে। বাংলাদেশ প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল। বাংলাদেশ রোববার ফাইনাল খেলবে হংকং ও শ্রীলংকার মধ্যে দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের সঙ্গে।
সেমিফাইনালে দুটি গোল করেছেন আশরাফুল ইসলাম। বাকি ৬ গোল করেন মিলন হোসেন, রোমান সরকার, জিমি, মিমো, চয়ন ও কৃষ্ণ।
শনিবার হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে সিঙ্গাপুরকে গোলের বন্যায় ভাসালেও প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ২৬ মিনিট পর্যন্ত। মিলন হোসেনের ফিল্ড গোলে এগিয়ে যায় জিমি-চয়নরা। এর পর ২৯ মিনিটে রোমান সরকারের ফিল্ড গোলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ২ মিনিটেই ব্যবধান বাড়িয়ে দেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। ৪৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ৪-০ গোলে করেন মামুনুর রহমান চয়ন। এর ২ মিনিট পর সিঙ্গাপুরের জালে পঞ্চমবারের মতো বল পাঠান পুস্কর খিসা মিমো। ৫৫ মিনিটে ষষ্ঠ গোলটি করেন কৃষ্ণ কুমার দাস। আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে শেষ দুটি গোল করেন ৬৭ ও ৬৯ মিনিটে।