প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনা তদন্তে পৃথক দুই কমিটি
আপডেট: ২০১৬-১১-২৮ ১৭:০৬:৪৯
হাঙ্গেরির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনা তদন্তে পৃথক দুইটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের এই তথ্য জানান।
রাশেদ খান মেনন জানান, একটি কমিটির প্রধান করা হয়েছে চিফ অব টেকনিক্যাল ক্যাপ্টেন ফজল মাহমুদকে। আগামী তিন দিনের মধ্যে মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অন্য কমিটির প্রধান করা হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে। এই কমিটিকেও তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে। পরে সেখান থেকে প্রধানমন্ত্রী হাঙ্গেরির উদ্দেশে যাত্রা করেন। বাংলাদেশ সময় রবিবার রাত ১১টা ৫ মিনিটে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পৌঁছান প্রধানমন্ত্রী।