জমি কিনবে আমান ফিড

প্রকাশ: ২০১৬-১১-২৯ ১১:২৬:১৬


aman-feedপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি সিনোগতি, উল্লাপারা সিরাজগঞ্জে ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় ৬১ ডেসিমেল জমি কিনবে। এই জমি কিনতে রেজিস্ট্রেশন খরচসহ ২ কোটি ৭৪ লাখ ৬২ হাজার টাকা খরচ হবে।

উল্লেখ্য, আমান ফিড ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।