দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদত্যাগ করতে রাজি!
প্রকাশ: ২০১৬-১১-২৯ ১৩:২৩:২২
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করে জানিয়েছেন, পদত্যাগ করার জন্য প্রয়োজন বোধে নিজের মেয়াদের সময়সীমা কমিয়ে আনবেন। কোন ধরনের ঝুট-ঝামেল ছাড়া আইন প্রণেতারা আমার মেয়াদের সীমা কমিয়ে আনার বিষয়ে একমত হলে আমি পদত্যাগ করব।
জানা যায়, দক্ষিণ কোরিয়ার বিরোধী দল বর্তমান প্রেসিডেন্টের অভিশংসনের দাবি জানিয়ে আসছে। ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের সুবিধা দেয়ার জন্য এক বন্ধুকে রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করার অভিযোগ রয়েছে জিউন হাইয়ের বিরুদ্ধে। এই তদন্তের জের ধরে তার পদত্যাগের দাবি উঠে।