লো স্কোরিং ম্যাচে ৪৯ রানে জিতল রাজশাহী কিংস
প্রকাশ: ২০১৬-১১-২৯ ১৩:২৬:১১
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজশাহী কিংস। মাত্র ৪৩ রানে দলটির ৭ উইকেটের পতন হয়। দলীয় ২ রানে জুনায়েদ সিদ্দিকী (২); ২৫ রানে মুমিনুল হক (৯); ২৭ রানে সামিত প্যাটেল (২); ৩৩ রানে আবুল হাসান (২); ৩৬ রানে উমর আকমল (১); ৪১ রানে ড্যারেন স্যামি (৫) এবং ৪৩ রানে সাব্বির রহমান (১৬) সাজঘরে ফেরেন।
মাত্র ৯.২ ওভারে ৭ উইকেট পতনের পর নির্ধারিত ২০ ওভার পর্যন্ত টিকে থাকাটাই স্বপ্নের মতো ছিল রাজশাহী কিংস ভক্তদের কাছে। আর দলীয় শতরানের আশা ছেড়েই দিয়েছিলেন তারা। তবে সেই ভঙ্গুর অবস্থায় দলের হাল ধরলেন ৮ ও ৯ নম্বর পজিশনে খেলতে নামা মেহেদী হাসান মিরাজ ও ফরহাদ রেজা।
সম্প্রতি অনুর্ধ্ব ১৯ থেকে জাতীয় দলে সুযোগ পাওয়া অলরাউন্ডার মেহেদী মিরাজকে সঙ্গে নিয়ে ২২ গজে ব্যাট হাতে লড়লেন বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ অলরাউন্ডার ফরহাদ রেজা। অষ্টম উইকেটে ৬৪ বলে ৮৫ রানের জুটি গড়েন তারা। টুর্নামেন্টের আগের ৮ ম্যাচে কোনো বড় ইনিংস খেলতে পারেননি এই দুই অলরাউন্ডার। তবে বিপর্যয়ের মুহূর্তে দলের অবতার হয়ে উঠেন তারা।
ফরহাদ রেজা এবং মেহেদী মিজারের দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান করে রাজশাহী কিংস। মিরাজ ৪১ রান এবং ফরহাদ রেজা ৪৪ রানে অপরাজিত থাকেন।
১২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ ওভারে ১৫ রানের উদ্বোধনী জুটিতে কিছুটা হলেও জয়ের আশা দেখেছিলেন রংপুর রাইডার্সের ভক্তরা। তৃতীয় ওভারের প্রথম বলে সৌম্য সরকার (১); এবং চতুর্থ ওভারে মোহাম্মদ শেহজাদ (১২) সাজঘরে ফেরার পর শুধু ক্রিজে আসা-যাওয়া করতে দেখা গেছে রাইডার্সের ব্যাটসম্যানদের।
ইনিংসের পঞ্চম ওভারে নাসির জামশেদ (১); ষষ্ঠ ওভারে অধিনায়ক লিয়াম ডসন (২); নবম ওভারে শহীদ আফ্রিদি (৭); দশম ওভারে মোহাম্মদ মিঠুন (২০); ত্রয়োদশ ওভারে জিয়াউর রহমান (৫) এবং ষোড়শ ওভারে সোহাগ গাজী (৮) সাজঘরে ফেরেন। অষ্টাদশ ওভারে আরাফাত সানি (৯) ও মুক্তার আলী (৫) আউট হলে মাত্র ৭৯ রানে থামে রংপুর রাইডার্সের ব্যাটিং ইনিংস।
ব্যাট হাতে ৪১ রান এবং বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মেহেদী মিরাজ।