আকর্ষনীয় মুনাফার লক্ষ্যে গ্রোথ ফান্ড নিয়ে আসছে ইনভেস্টইট অ্যাসেট ম্যানেজমেন্ট

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১২-২৪ ১৯:০২:১৯


ইনভেস্টইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড একটি ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড চালু করার ঘোষণা দিয়েছে, যা গ্রোথ স্টকে বিনিয়োগের মাধ্যমে আকর্ষনীয় ঝুঁকি-সামঞ্জস্যপূর্ণ মুনাফা প্রদানের লক্ষ্যে গঠিত হয়েছে।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫.০ কোটি টাকা, যেখানে ইনভেস্টইট অ্যাসেট ম্যানেজমেন্ট স্পন্সর হিসেবে ২.৫ কোটি টাকা প্রদান করেছে। বাকি ২২.৫ কোটি টাকা ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। ট্রাস্টির অনুমোদন সাপেক্ষে ফান্ডের আকার ভবিষ্যতে বাড়ানো হতে পারে।
ফান্ডটির সাবস্ক্রিপশন সময়কাল শুরু হবে আগামী ১ লা জানুয়ারি ২০২৫ থেকে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য থাকবে ১০ টাকা। ইনভেস্টইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড স্পন্সর এবং অ্যাসেট ম্যানেজার উভয়ের ভূমিকা পালন করবে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ট্রাস্টি হিসেবে এবং ব্র্যাক ব্যাংক পিএলসি হেফাজতকারী হিসেবে কাজ করবে।

ব্যক্তিগত বিনিয়োগকারীদের জন্য সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ৫,০০০ টাকা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ৫০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সাধারণ বিনিয়োগকারী, প্রবাসী বাংলাদেশি (এনআরবি), এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ফান্ডটিতে সাবস্ক্রিপশন করার জন্য যোগ্য।

ইনভেস্টইট অ্যাসেট ম্যানেজমেন্ট-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, মোহাম্মদ এমরান হাসান বলেন, “আমাদের ফান্ড বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী সম্পদ বৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যা উচ্চমানের গ্রোথ স্টকে কৌশলগত বিনিয়োগের মাধ্যমে অর্জিত হবে। আমরা বিশ্বাস করি যে, সততা এবং বিনিয়োগকারীবান্ধব দৃষ্টিভঙ্গির প্রতি আমাদের প্রতিশ্রুতি সাফল্যের একটি শক্ত ভিত্তি প্রদান করবে। বর্তমান বাজার পরিস্থিতিকে আমরা একটি শক্তিশালী পোর্টফোলিও নির্মাণের সুযোগ হিসেবে দেখছি। তাছাড়া, স্পন্সর হিসেবে আমাদের নিজস্ব মূলধন বিনিয়োগের মাধ্যমে আমরা ফান্ডের প্রতি আমাদের আস্থা প্রমাণ করেছি।”

এএ