ঢাকা মহানগরী উত্তরের জামায়াত আমির
আত্মকেন্দ্রিক-মূল্যবোধহীন রাজনীতিকের কারণে আমাদের রাজনীতি গণমুখী চরিত্র হারিয়েছে
আপডেট: ২০২৪-১২-২৫ ১৭:৫৫:২২
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, এক শ্রেণির আত্মকেন্দ্রিক ও মূল্যবোধহীন রাজনীতিকের কারণে আমাদের রাজনীতি তার গণমুখী চরিত্র হারিয়েছে। তারা জনগণের ভোট নিয়ে নিজেরাই দেশের মালিক-মোক্তার হয়ে যান। তাই রাজনীতির এই অশুভ বৃত্ত থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর মগবাজারের রমনা মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে হাতিরঝিল পশ্চিম থানা জামায়াত আয়োজিত সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সেলাই মেশিন ও শীতবস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ভয়ের কোন কারণ নেই। বরং দেশের ১৮ কোটি মানুষ আপনাদের সঙ্গে আছে। তাই কারো মুখের দিকে না তাকিয়ে নির্ভয়ে চাঁদাবাজিসহ দেশের সকল প্রকার অপরাধ নির্মূলে পদক্ষেপ নিতে হবে।
তিনি বাজার নিয়ন্ত্রণে সরকারের প্রতি শূন্য সহনশীলতা প্রদর্শনের আহবান জানান। অন্যথায় সরকারের সক্ষমতা প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন তিনি।
তিনি বলেছেন, যারা দেশে রাজনীতির নামে চাঁদাবাজিতে ব্যস্ত তাদের রাজনীতি ছেড়ে দেওয়ার সময় এসেছে। কারণ, চাঁদাবাজির চেয়ে ভিক্ষাবৃত্তিই উত্তম।
সেলিম উদ্দিন বলেন, আমাদের দেশের রাজনীতিতে অবক্ষয় এখন প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে। ফলে প্রচলিত রাজনীতি চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, লুটেরাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই রাজনীতির ক্ষেত্রে এদেরকে প্রতিহত করতে না পারলে জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। জামায়াত একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে গণমানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সে ধারাবাহিকতায় আমরা অনেক অর্থনৈতিক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, দাতব্য প্রতিষ্ঠানসহ অনেক জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি। কিন্তু আমাদের বিরুদ্ধে কোন চুরি বা অনিয়মের অভিযোগ নেই বরং আমরা নিজেদের অর্জিত পকেটের টাকা খরচ করেই আর্ত-মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
জামায়াতে দলীয় পদ নিয়ে কোন মারামারি বা হট্টগোল হয় না উল্লেখ করে এই নেতা বলেন, আমাদের সকল কর্মতৎপরতা দেশ ও জাতির জন্য নিবেদিত।
থানা আমির ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে এবং সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়াতে হোসাইন এবং মহানগরীর প্রচার সম্পাদক, সহকারী অঞ্চল পরিচালক মু. আতাউর রহমান সরকার। আরও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর নূরুল ইসলাম আকন্দ, জামায়াত নেতা মাওলানা গোলাম মাওলা, শামীম হোসাইন ও পেশাজীবী নেতা আব্দুল কুদ্দুস প্রমুখ।
বিএইচ