পঞ্চগড়ে ফের ৯ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০১-০৭ ১০:৫০:৪৯


হিমালয়ের নিকটবর্তী জেলা পঞ্চগড় ফের মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে। আজ মঙ্গলবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ফলে তীব্র শীতে জবুথবু অবস্থা এ জনপদের। লোকজন খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

এদিকে উত্তরের হিমেল বাতাসের তীব্র শীত অনুভূত হওয়ায় কাজের জন্য বাইরে বের হতে পারছেন না দিনমজুররা। এ ছাড়া শীতজনিত রোগ নিয়ে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়।

এ বিষয়ে তেতুঁলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয়ের কাছে হওয়ায় তীব্র শীত  অনুভুত হচ্ছে তেঁতুলিয়ায়। আজ সকাল ছয়টায় সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। যা গতকাল সকাল ৯ টায় ১২.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আগামীতে তাপমাত্রা আরও কমতে পারে।

এনজে