পুরানা পল্টনে চার তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
আপডেট: ২০২৫-০১-০৭ ১৩:১৩:৫৯
রাজধানীর পুরানা পল্টনে মঙ্গলবার সকাল ৯টা ১৭ মিনিটে চার তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
মানিকগঞ্জ হাউজ নামে একটি ভবনের ল’চেম্বারে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পেয়ে সকাল ৯টা ২৪ মিনিটে ঘটনা স্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ৫টি ইউনিট।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এনজে