এবারই প্রথম এমপি হন লিটন

প্রকাশ: ২০১৭-০১-০১ ১১:৪০:৫৭


liton2আততায়ীর গুলিতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় এমপি মো. মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হয়েছেন। এবারই প্রথম তিনি এমপি নির্বাচিত হন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ক্ষমতাসীন আওয়ামী লীগের এ এমপি ১৯৬৮ সালের ১ জানুয়ারি গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তার জাতীয় পরিচয়পত্র নং ১৯৬৮৩২১৯১৭৫৯৪৫২৯৩। তার পিতা আশরাফ আলী এবং মাতা আলতাফুন্নেছা।

জাতীয় সংসদে দেয়া তার জীবন বৃত্তান্ত থেকে জানা যায়, তিনি কাঠগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ইংল্যান্ডের অক্সফোর্ডে অবস্থিত হুইটান ডিপ্লোমা স্কুল থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (মেরিন) পাস করেন। তিনি কৃষি ও ব্যবসার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি গাইবান্ধা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

দশম জাতীয় সংসদে তিনি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মনজুরুল ইসলাম লিটন ‘আশরাফ সিড স্টোর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ‘আনন্দ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’র পরিচালক। লিটন এক ছেলে সন্তানের জনক।

উল্লেখ্য, গত ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের ছোড়া গুলিতে দুই পায়ে গুলিবিদ্ধ হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহাদাত হোসেন সৌরভ (৮)। এরপরই আলোচনায় আসেন এমপি লিটন।