দুপুরে ছাত্র সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া
প্রকাশ: ২০১৭-০১-০১ ১৩:১৬:৩৭
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের সহযোগী সংগঠন ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে যোগ দেবেন।
রোববার দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ ছাত্র সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেবেন খালেদা জিয়া।
ছাত্র সমাবেশে যোগ দিতে খালেদা জিয়া দুপুর আড়াইটার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা দেবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
এর আগে শনিবার রাত ১২টা ১ মিনিটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন নেতাকর্মীরা।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সহসভাপতি আবু আল আতিক হাসান মিন্টু, নাজমুল হাসান, শাহাদত, যুগ্ম সাধারণ সম্পাদক মেহবুব মাছুম শান্তসহ ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী উপিস্থত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীরা সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকার কথা রয়েছে।
এ ছাড়াও সংগঠনটি সারা দেশে শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেন।