ডিএনসিসি মার্কেটে আগুন, ধসে পড়েছে একাংশ
আপডেট: ২০১৭-০১-০৩ ১০:৫৮:৩৭
রাজধানীর গুলশান-১ এ অবস্থিত ডিএনসিসি মার্কেটে আগুন লাগার ঘটনায় ধসে পড়েছে ভবনটির একটি অংশ। মঙ্গলবার ভোর রাতে লাগা এই আগুনের কারণ ও ক্ষয়-ক্ষতি সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আজ ভোর রাত ৪টার আগে থেকে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে ফায়ার সার্ভিস। সেখানে ১৭টি ইউনিট প্রেরণ করা হয়েছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানেন না বলে জানায় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ।
অন্যদিকে গুলশান পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ভোর চারটার আগে হঠাৎ করেই আগুন জ্বলতে দেখা যায় ডিএনসিসি মার্কেটে। কিছু বুঝে ওঠার আগেই আগুন ভয়াবহ রূপ নেয়।
এদিকে সেখানে থাকা ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীরা জানায়, মার্কেটের পাহারাদার রাত ২টার সময় আগুন লাগার বিষয়টি জানিয়েছে। ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে এই আগুন লাগে বলেও জানায় তারা।