সাতক্ষীরায় ট্রাক উল্টে খাদে, নিহত ২
প্রকাশ: ২০১৭-০১-০৪ ১১:৫৬:১৫
সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ বুধবার ভোর ৪টার দিকে জালালপুর ইউনিয়নের জেঠুয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাক চালক রওশন আলী (৩৫) ও শ্রমিক আবদুল আজিজ (৩০)। রওশনের বাড়ি পাবনা জেলার আমিনপুরের মহেশখোলায় ও আজিজের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।
আহতরা হলেন- ট্রাকে থাকা অপর তিন শ্রমিক শাহীন, ফাহাদ ও জসিম।
তালা থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, ট্রাকটি একটি এসকেভেটর (নদী খনন মেশিন ) মেশিন নিয়ে তালা উপজেলা সদর থেকে জেঠুয়া অভিমুখে কপোতাক্ষ নদীর তীরে যাচ্ছিল। এসময় ট্রাকটি উল্টে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও সাতক্ষীরা থেকে যাওয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকটি তুলে দুইটি লাশ উদ্ধার করে। নিহত রওশন ও আজিজের লাশ তালা থানায় নেয়া হয়েছে।