পিপিএল শুরু ২৮ জানুয়ারি
প্রকাশ: ২০১৭-০১-০৪ ১৫:২৬:১২
পঞ্চমবারের মত পেনিনসুলা প্রিমিয়ার লিগ (পিপিএল)-২০১৭ এর লোগো উন্মোচন করা হয়েছে। আগামী ২৮ জানুয়ারি দিনভর চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
আজ বুধবার দুপুরে হোটেল পেনিনসুলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্যানিনসুলার মহাব্যবস্থাপক মুস্তাক লুহার, সুফিয়ান ইঞ্জিনিয়ারিং এর প্রধান নির্বাহী মো. আবু সুফিয়ান প্রমুখ।
আয়োজকরা সংবাদ সম্মেলনে জানায়, চট্টগ্রামের পেনিনসুলা, র্যাডিসন ও ওয়েল পার্ক রেসিডেন্স, ঢাকার রেজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড ও এসকট দ্যা রেসিডেন্স লিমিটেড এবং কক্সবাজারের ওসান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টের মোট আটটি দল এই টুর্নামেন্টে অংশ নেবে।
প্রতি দলের হয়ে ৬ জন করে খেলোয়াড় অংশ নেবেন। এমএ আজিজ স্টেডিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টটি হবে নক আউট পর্ব। নক আউট পর্ব শেষে সেমিফাইনালে উত্তীর্ণ ৪ দল সন্ধ্যায় মুখোমুখি হবে। পরে অনুষ্ঠিত হবে ফাইনাল। রাতেই সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে পেনিনসুলার উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।