ঋতাভরীর সঙ্গে আয়ুষ্মানের রসায়ন
প্রকাশ: ২০১৭-০১-০৫ ১১:১১:১৫
‘ওরে মন’ নামের একটি হিন্দি মিউজিক ভিডিওতে দেখা গেছে কলকাতার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে। ৩ জানুয়ারি মুক্তি পাওয়া ওই ভিডিওতে ঋতাভরীর প্রেমিকের ভূমিকায় অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় গায়ক-অভিনেতা আয়ুষ্মান খুরানা।
এটাই ঋতাবরীর প্রথম বলিউড এন্ট্রি। আর প্রথমেই নজর কেড়েছেন। কিন্তু সব ছাপিয়ে আয়ুষ্মানের সঙ্গে তার অনবদ্য রসায়ন নিয়ে আলোচনাটা হচ্ছে বেশি। সানন্দ কিরকিরের লিরিকসে ও উপল সেনগুপ্তের সুরে সিঙ্গলসটি পিনকনের ব্র্যান্ড প্রোমোশনের জন্য নির্মাণ করেছেন শ্লোক শর্মা।
এতে ঋতাবরীর মা-বাবার চরিত্রে অভিনয় করেছেন বিদীপ্তা চক্রবর্তী ও পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। অর্থনীতির কৃতি (ঋতাবরী) ছাত্রী বাড়ি ছাড়েন, নিজের মতো করে জীবনের মানে খুঁজে নিতে চান মনের মানুষের হাত ধরে। তার পাগলামি, প্যাশন আর স্বপ্নময়তাও একসময় সার্থক রূপ পায় পরিবারের সম্মতিতে। এই নিয়ে এগিয়েছে মিউজিক ভিডিওটির গল্প।