আসামে ‘মোস্ট ওয়ান্টেড আসামি’ বাংলাদেশি সোহেল আটক

প্রকাশ: ২০১৭-০১-০৫ ১৩:২২:৫৩


Atokঅবৈধভাবে বসবাসের অভিযোগে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতের আসাম রাজ্যের পুলিশ। আটক ব্যক্তির নাম  সোহেল আহমেদ ওরফে ওমর নাসির ওরফে সাজু। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের কুমিল্লার বাসিন্দা সোহেল। সে নিজ দেশে তিনটি খুনের ঘটনায় অভিযুক্ত। বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের তালিকায় ছিল সোহেল।

দক্ষিণ অাসামের কাছর জেলার সোনাই পুলিশ থানার অধীনে দক্ষিণ মনোহরপুর থেকে মঙ্গলবার রাতে সোহেলকে আটক করা হয়।  অাসাম পুলিশের ডিজি মুকেশ সহায় জানান, সোহেল গুলশানের জঙ্গি হামলা সঙ্গে যুক্ত থাকতে পারে বলে ধারণা করা হয়। কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরও হামলার সঙ্গে তার সম্পৃক্ততার কোন প্রমাণ পাওয়া যায়নি। তবে সে বাংলাদেশে তিনটি খুনের ঘটনায় সে জড়িত- এমন প্রমাণ পাওয়া গেছে।
জেরায় পুলিশের কাছে সোহেল জানায় খুন করেই, সে ত্রিপুরায় আত্মগোপন করে। ত্রিপুরাতেই পেশায় রাজমিস্ত্রী অাসামের বাসিন্দা মকবুলের সঙ্গে পরিচয় হয়। এরপর মকবুলের বাড়িতে এসে ওঠে সোহেল। এলাকায় এক অপরিচিত ব্যক্তির আনাগোনা দেখে পুলিশকে খবর দেয় মকবুলের প্রতিবেশিরা। পরে পুলিশ এসে মকবুল এবং সোহেল দুই জনকেই আটক করে।