৭ ঘণ্টা পর ৩ রুটে ফেরি চলাচল শুরু
প্রকাশ: ২০১৭-০১-০৭ ১০:৫৮:০৯
দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া, শিমুলিয়া-কাইড়াকান্দি ও শরীয়তপুর-চাঁদপুর নৌ- রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিক থেকে কুয়াশার ঘনত্ব কমে গেলে রুটগুলোতে আবার ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
এদিকে, সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জে শিমুলিয়া-কাউড়াকান্দি নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দীন পাটোয়ারী জানান, কুয়াশা কেটে যাওয়ায় কাঁঠালবাড়ী চ্যানেলের আশপাশে নোঙ্গর করে রাখা ৮টি ফেরি আবার তাদের যাত্রা শুরু করেছে।
অপরদিকে, শরীয়তপুর (ইব্রাহিমপুর)-চাঁদপুর (হরিনা ঘাট) নৌ-রুটে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়ার ৭ ঘণ্টা পর শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আবার ফেরি চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসির ইব্রাহিমপুর ফেরি ঘাট টার্মিনাল এসিস্টেন্ট রেজাউল করিম রাজু জানান, বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল সাড়ে ৯ টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।