বিএসএমএমইউ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ: ২০১৭-০১-০৭ ১৩:১৩:৪৪
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (সাবেক পিজি হাসপাতাল) একটি ভবনের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেলা সোয়া ১১টার দিকে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস সদর দফতরের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কিক্ষক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল জলিল জানান, হাসপাতালের কেবিন ব্লকের আন্ডারগ্রাউন্ডে রোগীদের জন্য রাখা বড় একটি ভ্যাকুয়াম মেশিনের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এদিকে আগুনের ঘটনায় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।