কাশ্মীরে ফের সন্ত্রাসী হামলা, নিহত ৩

প্রকাশ: ২০১৭-০১-০৯ ১১:৪৮:৩৬


kashmir-police-kulgamজম্মু ও কাশ্মীরে ফের সন্ত্রাসী হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে আখনুর জেলার জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্সের (জিআরইএফ) ক্যাম্পে এ হামলা হয়। খবর এনডিটিভির

পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত রেখার নিকটবর্তী ওই এলাকায় সন্ত্রাসীরা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। জম্মুর এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, সকালে হামলার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ সময় ভারী গুলিবর্ষণের শব্দ শোনা গেছে। ভারতের সীমান্ত এলাকার সড়কপথের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে জিআরইএফ।