দুর্ঘটনায় ফটো সাংবাদিক জিয়া গুরুতর আহত

প্রকাশ: ২০১৭-০১-১০ ১৫:৫৮:৩০


zia-islam
আহত জিয়া ইসলাম। ছবি: ইত্তেফাকের সৌজন্যে

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রথম আলোর প্রধান ফটো সাংবাংদিক জিয়া ইসলাম। বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে।

প্রথম আলোর নগর সম্পাদক কামরুল হাসান জানিয়েছেন, জিয়া ইসলামকে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে।
সোমবার মধ্যরাতে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে মোটরসাইকেলে থাকা জিয়া ইসলামকে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে তিনি মাথা ও পায়ে গুরুতর আহত হন।
গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আইসিইউতে রাখা হয়।