চলে গেলেন সেলিম আল দীনের সহধর্মিণী

প্রকাশ: ২০১৭-০১-১০ ১৬:০১:২২


meherunnessa_parulনাট্যাচার্য সেলিম আল দীনের সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসা পারুল (৬৬) মারা গেছেন।

মঙ্গলবার সকাল ৮টায় ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। ওই হাসপাতালে পিত্তথলির পাথর অপসারণের জন্য গত শনিবার অপারেশন হয়েছিল তার।

পারুলের ভাই কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অপারেশনের পর দিনে দিনে আপার অবস্থার অবনতি হচ্ছিল।  মঙ্গলবার সকাল ৮টায় আপা আমাদের ছেড়ে চলে গেছেন।’

মঙ্গলবার বাদ আসর জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে অরুণাপল্লী আবাসিক সোসাইটিতে দাফন করা হবে।

নাট্যাচার্য সেলিম আল দীনের সঙ্গে মেহেরুন্নেসা পারুলের বিয়ে হয় ১৯৭৪ সালে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। চার বছর আগে সেখান থেকে তিনি অবসরে যান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় সেলিম আল দীনের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটে তিনি বসবাস করতেন।

সেলিম আল-দীন এবং মেহেরুন্নেসা পারুল দম্পতি নিঃসন্তান ছিলেন। ২০০৮ সালে মারা যান সেলিম আল দীন।