প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি: আরো দুইজন ৭ দিনের রিমান্ডে

প্রকাশ: ২০১৭-০১-১১ ১৩:০২:১০


bdairপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় দায়ের করা মামলায় আরো দুই আসামিকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম নাজমুন্নাহার জেসমিন রিমান্ডের এ আদেশ দেন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার আনিসুর রহমান সাংবাদিকদের জানান, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মো. মাহবুবুল আলম এ মামলায় দুই আসামিদের গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আসামিরা হলেন, বিমানের টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার শাহআলম ও বিমানের অফিসার নাজমুল। শুনানি শেষে বিচারক তাদের সাত দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। এরআগে এ মামলার নয় আসামিকে দুই দফা রিমান্ডে পেয়েছিল মামলার তদন্ত কর্মকর্তা। এখন এ মামলায় নতুন দুইজনসহ মোট ১১ আসামি রয়েছে।