দিনের বেলায় গুলিস্তানে বসতে পারবে না হকার

আপডেট: ২০১৭-০১-১১ ১৫:৫৮:১৩


khokon
ছবি: ইত্তেফাকের সৌজন্যে

আগামী রবিবার থেকে কর্মদিবসগুলোতে গুলিস্তান ও এর আশপাশের এলাকার ফুটপাতে দিনের বেলা কোনো হকার বসতে পারবে না। তবে সন্ধ্যা সাড়ে ছয়টার পর হকাররা গুলিস্তান এলাকায় বসতে পারবেন।

বুধবার নগরভবনে হকার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
সাঈদ খোকন বলেন, কর্মদিবসে দিনের বেলায় বসতে না পারলেও সাপ্তাহিক ছুটির দিন হকাররা রাস্তায় বসতে পারবেন।
তিনি জানান, তালিকাভুক্ত হকাররা আবেদন করলে তাদের বিদেশ পাঠানোসহ বিকল্প কর্মসংস্থানে সহযোগিতা করা হবে।