বাংলাদেশ এগিয়ে যাবেই

প্রকাশ: ২০১৭-০১-১২ ১৪:৫৪:১২


ashrafবাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন  জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ।

তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাবেই। কোনো বাধা সামনে আসলেও সেটি এই অগ্রযাত্রাকে থামাতে পারবে না।

বৃহস্পতিবার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৬২ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট নেতৃত্বে দেশে অনেক উন্নয়ন হচ্ছে। পরিকল্পিত উন্নয়ন ও উন্নয়নবান্ধব অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে মন্ত্রী ৪৯২ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র বিতরণ করেন এবং মেধা তালিকায় ৫০ জনকে পদক প্রদান করেন।

ছয় মাস মেয়াদি এ প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৬ টি ক্যাডারের (জুডিশিয়াল সার্ভিসের ৩ জন কর্মকর্তাসহ) মোট ৩৩০ জন মাঠ পর্যায়ের নবীন কর্মকর্তা অংশ গ্রহন করেন। যার মধ্যে ১০৬ জন নারী প্রশিক্ষণার্থীও ছিল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খাঁন ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর ড. এম আসলাম আলম।