এমপি লিটন হত্যার প্রধান আসামিসহ আটক ২
প্রকাশ: ২০১৭-০১-১২ ১৫:২৫:৩০
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার সন্দেহভাজন প্রধান আসামি আশরাফুল ও তার সহযোগী জহিরুল ইসলামকে আটক করেছে র্যাব।
গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সাহাবাজ গ্রামের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন সংসদ সদস্য লিটন। ওই দিন রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাঁচজনকে সন্দেহভাজন আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করা হয়।