বাণিজ্য মেলায় অত্যাধুনিক ইলেক্ট্রনিক্স পণ্যে ক্রেতাদের ঝোঁক
আপডেট: ২০১৭-০১-১২ ২১:৩৩:৫২
মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ ১৩তম দিন। ইতোমধ্যে ক্রেতা-দর্শনার্থীদের আগমনে জমে উঠেছে মেলা। রাজধানীতে শীতের মাত্রা কম হলেও গত কয়েকদিন শীতের মাত্রা কিছুটা বেড়েছে। আজ মাসব্যাপী মেলার দ্বিতীয় শুক্রবার ছুটির দিন আনুষ্ঠানিক ভাবে জমবে বাণিজ্য মেলার ২২তম আসর। মেলায় অংশ নেয়া ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে। এদিকে গতকাল বৃহস্পতিবার সরেজমিন মেলা প্রঙ্গাণ ঘুরে দেখা গেছে, ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি ও বেচাবিক্রি আশানুরুপ হচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল, ক্রেতাদের বেশির ভাগই অত্যাধুনিক ইলেকট্রনিক্স পণ্যের প্যাভিলিয়ন ও স্টলগুলোতেই ভিড় করছে।
মেলা ঘুরে দেখা গেছে, বাণিজ্য মেলায় নিজেদের ব্র্যান্ডের পাশাপাশি জনপ্রিয় বিদেশি ব্র্যান্ডের নতুন মডেলের পণ্যের প্রদর্শনীকেই বেশি গুরুত্ব দিচ্ছে ইলেক্ট্রনিক্স পণ্য প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। গড়ে তুলেছে দৃষ্টি নন্দন প্যাভেলিয়ন। দেখলে যে কেউ একটু ঢুঁ মারতে চাইবেন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এ রকম অর্ধশতাধিক বড় প্যাভেলিয়ন আছে যেগুলো যে কারোরই নজর কাড়ে। আর এ তালিকায় এগিয়ে আছে ইলেক্ট্রনিক্স পণ্যের প্যাভিলিয়নগুলো। এর অংশ হিসেবে মেলার শুরুতেই চমক দেখিয়েছে শীর্ষস্থানীয় ব্র্যান্ড ওয়ালটন ও সনি। এসব প্যাভেলিয়নের পণ্য প্রদর্শন আর বিক্রয়কর্মীর উপস্থাপন মুগ্ধ করছে ক্রেতা-দর্শনার্থীদের। জনপ্রিয় এদুইটি ব্র্যান্ড নিয়ে এসেছে সবচেয়ে দামি স্মার্ট টেলিভিশন।
দেশীয় ব্র্যান্ড ওয়ালটন প্রতি বছরই মেলায় আসে ভিন্ন সাজে। পণ্যের মধ্যেও থাকে নতুনত্ব। গতকাল এ প্যাভিলিয়নকে ঘিরে তরুণ-তরুনীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্যাভেলিয়নে ঢুকতেই চোখে পড়বে ৭৫ ইঞ্চি ও ৯৮ ইঞ্চির স্মার্ট টেলিভিশন। প্যাভেলিয়নের নিচতলায় প্রদর্শনের জন্য রাখা ওয়ালটন ব্র্যান্ডের রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টেলিভিশন, ওয়াশিং মেশিন, ইলেক্ট্রিক ও মাইক্রোওয়েভ ওভেন, ইন্ডাকশন কুকার, বে¬ন্ডার, এলইডি বাল্ব, সুইচ, সকেট, রিচার্জেবল ব্যাটারি, জেনারেটরসহ চার শতাধিক মডেলের ইলেক্ট্রনিক্স হোম অ্যাপ¬ায়েন্স পণ্য। প্রতিষ্ঠানটি মেলা উপলক্ষে নিয়ে এসেছে ৫৫ ইঞ্চি ই-এলইডি, ও-এলইডি, স্মার্ট ৪-কে টেলিভিশন। এসব পণ্য ঘিরে দর্শনার্থীদের আকর্ষণ বেশি লক্ষ্য করা গেছে ওয়ালটনের প্যাভেলিয়নে। বিক্রেতারা জানান, ১২ হাজার ৯৫০ টাকা থেকে ৮৫ হাজার ৯০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন আকারের এলইডি টেলিভিশন।
প্যাভেলিয়নের উপরের তলায় রাখা হয়েছে স্মার্ট ফোন। এক্স-৪-প্রো নামের নতুন একটি স্মার্ট ফোন মেলায় উদ্বোধন করা হয়েছে। এছাড়া নিয়মিত পণ্যের মধ্যে আছে প্রিমো এনএক্স-৩, প্রিমো আর-৪, প্রিমো ভি-২, প্রিমো জেডএক্স-২, প্রিমো ডি-৭। ৩ হাজার ৬৯০ টাকা থেকে ১৬ হাজার ৪৯০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের স্মার্ট ফোন।
নতুন পণ্যের পাশাপাশি রয়েছে ৩৬ মডেলের ফ্রিজ ও এসি, ওয়াশিং মেশিন, রাইস কুকার, বে¬ন্ডার, জুসার, কাপড় শুকানোর মেশিন এবং মিক্সার। প্রতিটি পণ্যের সাথে বিভিন্ন রকমের গিফট আইটেম থাকছে বলে জানান প্যাভেলিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সাব্বির আহম্মেদ সাকিল।
প্যাভিলিয়নের ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, মেলার শুরু থেকেই তাদের প্যাভিলিয়নে ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি আশানুরুপ। একই সঙ্গে বেচাবিক্রি। তিনি বলেন, আশা করছি মেলা বাকি দিনগুলোতে এখনকার চেয়ে আরো বেশি লোক তাদের প্যাভিলিয়নের থাকবেন।
অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ইলেক্ট্রনিক্স পণ্য নিয়ে মেলায় হাজির হয়েছে মিনিস্টার-মাইওয়ান, যমুনা ইলেক্ট্রনিক্স, শার্প, সনি-র্যাংগস। মিনিস্টার-মাইওয়ানের ৩২ ইঞ্চি টেলিভিশন পাওয়া যাচ্ছে ১৯ হাজার ৯৯০ টাকায়। সাথে বছরের ওয়ারেন্টি। বিক্রেতারা বলেন, কিস্তিতে ৬ মাসে মূল্য পরিশোধের সুবিধা রয়েছে। এছাড়া টিভির সাথে ৭ মাসের রিপে¬সমেন্ট গ্যারান্টিও আছে। মেলা উপলক্ষে শার্প দিচ্ছে পণ্য ভেদে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত মূল্য ছাড়। ৩২ ইঞ্চি থেকে ৬০ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন সাইজের টেলিভিশন বিক্রি করছে প্রতিষ্ঠানটি। দাম ২৩ হাজার ৯০০ টাকা থেকে ৪ লাখ ৫০ হাজার টাকার মধ্যে।
সনি-র্যাংগস নিয়ে এসেছে ৪৩ থেকে ৮৫ ইঞ্চির ফোর-কে টিভি। যার দাম ১ লাখ ১৯ হাজার ৯৯০ টাকা থেকে ২২ লাখ টাকা পর্যন্ত। ৩২ এবং ৪০ ইঞ্চির ২টি মডেলের এক্সট্রা প্রটেক্টেবল টিভির দাম যথাক্রমে ৩১ হাজার ৯০০ টাকা এবং ৬১ হাজার ৯০০ টাকা। ৯ হাজার ৯০০ টাকা থেকে ৬৯ হাজার ৯০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে সব ধরনের স্মার্ট ফোন। আছে জেড- প্রিমিয়ার ডুয়েল মোবাইল। থাইল্যান্ড থেকে আনা হয়েছে বিভিন্ন আকারের ফ্রিজ। ৪১ হাজার ৯০০ টাকা থেকে ৭০ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এসব ফ্রিজ। নতুন ফ্রিজ এবং ওয়াশিং মেশিনের প্রতি ক্রেতাদের আকর্ষণ বেশি বলে জানালেন বিক্রেতারা।
স্কয়ার ইলেক্ট্রনিক্সের পণ্যে ২০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় রয়েছে। এ ছাড়া নির্দিষ্ট কিছু মডেলের ফ্রিজের সঙ্গে মাইক্রোওভেন ফ্রি দেয়া হচ্ছে। ওয়াশিং মেশিনে মেলায় দেয়া হয়েছে ওয়াশিং কেয়ার অফার। এ প্রতিষ্ঠানে পণ্য কেনাকাটায় ১৮ মাসের কিস্তি সুবিধা রয়েছে। মেলার নতুন পণ্য এয়ার পিওরিফায়ার মশা নিধন করবে। এর মূল্য ২৬ হাজার ৯০০ থেকে ২৮ হাজার ৯০০ টাকা। এ ছাড়া দাগ তোলার যন্ত্র আল্ট্রাসনিক ওয়াশার প্রদর্শন করা হচ্ছে। যমুনা ইলেক্ট্রনিক্সের প্যাভিলিয়ন ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, হোমঅ্যাপ¬ায়েন্স, এসি ও টিভিতে ৫ শতাংশ মূল্যছাড় দেয়া হয়েছে। প্রতিটি টিভি ১৩ হাজার থেকে ৫৫ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। এবার মেলায় শুরু থেকেই কেনাবেচা ভালো হচ্ছে। গত বছরের চেয়ে এবার বিক্রি পাঁচগুণ বেশি হবে বলে আশা করছেন তিনি। মেলার মিনিস্টার প্যাভিলিয়নে কেনাকাটায় স্ক্র্যাচ কার্ডে ২ হাজার থেকে সম্পূর্ণ ফ্রি অফার রয়েছে। এ ছাড়া কিছু ফ্রিজে ১২ শতাংশ ও ওয়াশিং মেশিনে ৩ হাজার টাকা মূল্যছাড় আছে। স্যামস্যাংয়ের প্যাভিলিয়নে এক লাখ টাকার পণ্য কিনলে স্মার্ট মোবাইল ফ্রি।
মিরপুরের কালসি থেকে আসা ক্রেতা তানজিনা সুলতানা জানান, ওভেন ও একটি ফ্রিজ কেনার ইচ্ছে আছে। তাই সবগুলো দোকান ঘুরে দেখছি। পছন্দ হলে কিনবো। এখানে এসে দেখছি নতুন নতুন অনেক ডিজাইন রয়েছে।