কুমিল্লায় বাস খাদে পড়ে নিহত ৬, আহত ২২
আপডেট: ২০১৭-০১-১৪ ১১:৪৮:১৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৬ জন নিহত হয়েছে। শনিবার ভোর ৫ টায় এ দুর্ঘটনা ঘটে। এতে ২২ জন আহত হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল জানান, নীলফামারীর ডিমলা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস জিংলাতলীতে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে ৪ জন নিহত ও ২২ জন আহত হয়। আহতদের মধ্যে ৩ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এছাড়া বাকি আহতদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। আহতদের দাউদকান্দির গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ লাশ ও গাড়িটি উদ্ধার করেছে। নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।