হাসপাতাল থেকে ড্রেসিং রুমে মুশফিক

প্রকাশ: ২০১৭-০১-১৬ ১০:৪২:০৫


Mushfiqওয়েলিংটন টেস্টের পঞ্চম দিনে কিউই পেসার টিম সাউদির বাউন্সারে মাথার পিছনে বল লেগে আহত মুশফিকুর রহিম এখন অনেকটাই সুস্থ। ইতিমধ্যে হাসপাতাল থেকে তিনি ড্রেসিং রুমে ফিরেছেন।

বাংলাদেশ সময় সকাল ৮টা ০৭ মিনিটে দলের ম্যানেজার সাব্বির খান জানিয়েছেন, মুশফিক এখন অনেকটাই সুস্থ। হাসপাতাল থেকে ফিরে এখন আমাদের ড্রেসিং রুমে বসে আছে। তার সিটি স্ক্যান করতে হয়নি।

জানা গেছে, ব্যথাটা পিছনের দিকে হেলমেটের ওপর দিয়ে লেগেছিল, তাই হাতপাতালের চিকিৎসকরা তার মাথার পিছনের ও ঘারের এক্স-রে করেছেন। তাতে কোন রকম খারাপ কিছু পাওয়া যায়নি। তাই হাসপাতাল কর্তৃপক্ষ কিছুক্ষণ নিবিঢ় পর্যবেক্ষণে রেখে তাকে ছেড়ে দিয়েছে। তবে মাথার যে অংশে বল লেগেছিল, সেখানে সামান্য ব্যথা আছে। তবে সেটা ভয়ের কিছু নেই। সহ্যের মধ্যে।

সানবিডি/ঢাকা/এসএস/এমজেড