কাজে ফিরছেন কারিনা

প্রকাশ: ২০১৭-০১-১৭ ১০:৫১:০৯


Karinaবলিউড সুপারস্টার কারিনা-সাইফ তাদের সন্তান তৈমুর আলি খানকে নিয়ে ভ্রমণে বের হয়েছেন, এটা সাম্প্রতিক খবর। অন্যদের ক্ষেত্রে মা হওয়ার পর মেয়েরা স্বাভাবিক চলাফেরা একটু দেরিতে শুরু করেন। কিন্তু কারিনার ক্ষেত্রে বিষয়টা একদমই আলাদা।
মা হওয়ার সপ্তাহখানেক আগেও একটি ইভেন্টে অংশ নিয়েছেন। এরআগে টুকটাক কাজও করেছেন। আর এখন নতুন করে শোনা যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতেই পুরোদমে কাজে নিয়মিত হচ্ছেন বেবো।
টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে বলেছে, আগামী মাসের শুরুর দিকে মুম্বাইভিত্তিক একটি ফ্যাশন ব্র্যান্ডের র‌্যাম্প শোতে অংশগ্রহণের মধ্য দিয়ে সরব হচ্ছেন কারিনা। এরপর অন্তঃসত্ত্বা হওয়ার আগে নায়িকার বাকি থাকা ‘ভীর দি ওয়েডিং’ ছবির কাজ শুরু করবেন।