‘এমন জবাব দেওয়া হবে তা স্বপ্নেও ভাবতে পারবে না ভারত’
প্রকাশ: ২০১৭-০১-১৮ ১০:৩৩:৫১
প্রায় কয়েকমাস কেটে গেলেও এখনও সার্জিকাল স্ট্রাইকের ভূত মাথা থেকে নামেনি পাকিস্তানের। আর সেজন্যে নতুন করে ফের ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে সার্জিকাল স্ট্রাইকের আতঙ্কে ভুগছে পাকিস্তান। কার্যত ‘প্রাণে বাঁচতে’ ভারতকে পালটা হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের। তিনি বলেছেন, ‘ভারত সার্জিক্যাল স্ট্রাইক করলে তার ভয়াবহ ফল হবে, এমন জবাব দেওয়া হবে যা ওরা স্বপ্নেও ভাবতে পারবে না। ‘
সীমান্তে বারবার সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন করছে ভারত। এজন্যে নিয়ন্ত্রণরেখায় ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য সিনেট সদস্য শেহর কামরানের পেশ করা প্রস্তাবের ওপর ভাষণ দেন আসিফ। পাকিস্তানের ভিতরে ঢুকে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালানোর সাহস দেখালে মুখের উপর জবাব দেওয়া হবে বলে জানান তিনি। ভারতের এর আগের সার্জিক্যাল স্ট্রাইকের দাবি মিথ্যা, ভিত্তিহীন বলেও দাবি করেন কামরান।
কামরান আরও বলেন, কাশ্মীরের আন্দোলনের পিছনে সীমান্ত পেরনো অনুপ্রবেশ ও সন্ত্রাসবাদ রয়েছে বলে দেখানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে ভারত। তাঁর দাবি, গত ডিসেম্বর পর্যন্ত ৩৩০টি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ভারত। ৪৫ জন পাক নাগরিক এতে প্রাণ হারিয়েছেন। ভারতের যুদ্ধবিরতি ভাঙার কথা জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক গোষ্ঠীকেও জানানো হয়েছে। পাকিস্তান কাশ্মীরীদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের সমর্থনে রাজনৈতিক, কূটনৈতিক, নৈতিক সমর্থন বহাল রাখবে বলেও জানিয়ে দেন আসিফ।