গাইবান্ধায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

প্রকাশ: ২০১৭-০১-২২ ১০:৪৪:২৯


Gaibandha_Mapগাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আহত মুসা মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মুসা সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের পাঠানোছা গ্রামের রহিম উদ্দিন আকন্দের ছেলে।

সাদুল্যাপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বারী জানান, পাঠানোছা গ্রামের ইউনুস আলীর সঙ্গে একই গ্রামের মুসা মিয়ার জমি নিয়ে বিরোধ ছিল।শনিবার সকালে ওই জমিতে ধান চাষকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মুসাসহ উভয় পক্ষের চারজন আহত হন। তাদের মধ্যে মুসাকে জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়। পরে ইউনুস আলী (৫৫) ও তার ছেলে ছামছুজ্জোহা শাকিলকে (২৮) আটক করেছে পুলিশ।

সানবিডি/গাইবান্ধা/প্রতিনিধি/এসএস/এমজেড