অ্যাটর্নি জেনারেল হিসেবে থাকছেন মাহবুবে আলম
আপডেট: ২০১৭-০১-২৬ ১৫:৪১:৫৩
অ্যাডভোকেট মাহবুবে আলমের অ্যাটর্নি জেনারেল পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, আইন ও সংবিধান অনুসারে তার পদে দায়িত্ব পালনে কোন বাধা নেই।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।
মাহবুবে আলমের অ্যাটর্নি জেনারেল পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন আইনজীবী ইউনুস আলী আখন্দ। আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। শুনানি শেষে আজ হাইকোর্ট রুল ইস্যু না করে রিট আবেদনটি খারিজ করে দেন।