গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ৪
প্রকাশ: ২০১৫-০৯-২২ ১১:০৪:০৭
সিরাজগঞ্জের উল্লাপাড়ার শ্যামলীপাড়া এলাকায় গরুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৪ জন নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশা চালক ফুল চাঁদ (৪৫) বাচ্চু (১৮) ও আলমগীর (২০), বিপ্লব (২৩)। তাদের বাড়ি পাবনার চর আশুতোষপুর গ্রামে। এ ঘটনায় আহত মানিক, তারেক ও মাকিন ইসলাম সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ব্যক্তিদের বরাত দিয়ে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা পাবনায় যাচ্ছিল। অটোরিকশাটি বগুড়া নগরবাড়ী মহাসড়কের শ্যামলীপাড়া এলাকায় গেলে পেছন থেকে ট্রাকটি ধাক্কা দেয়। দূর্ঘটনার পরপরই এলাকাবাসী অটোরিকশার আহত যাত্রীদের উদ্বার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আহতদের অবস্থা অবনতি হলে তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান।
ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ এবং ট্রাকচালক মধু বিশ্বাসকেও আটক করা হয়েছে। আর নিহতদের মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।