জবির ইংরেজী বিভাগের ইভিনিং কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপডেট: ২০১৭-০১-২৯ ১৩:০০:১৭


englishজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের স্যান্ধকালীন কোর্সের ১ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারইংরেজী বিভাগের এ ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুররহমান।

প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য বলেন, শুধুমাত্র আর্তজাতিক ভাষা হিসেবেই নয়, টেকনিক্যাল ভাষা হিসেবেওইংরেজী শেখাটা আমাদের জন্য জরুরী। ইংরেজী সাহিত্য হল জ্ঞাণের অফুরন্ত ভান্ডার। ইতোমধ্যে জবির শিক্ষার্থীরাবিভিন্ন কর্মক্ষেত্রে স্বতন্ত্র স্থান অর্জন করেছে।

ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো.আবু জাফরের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মিলি সাহারপরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগটির সহকারী অধ্যাপক মো. আকরামুজ্জামান। এসময়আরো  উপস্থিত ছিলেন জবি নীল দলের সভাপতি ড. আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমদ,একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যানঅধ্যাপক ড. মোহাঃ আলী নূর, ইংরেজী বিভাগেরসহযোগী অধ্যাপক মমিন উদ্দীন, সহকারী অধ্যাপক তানভীর আহসান, আব্দুস সালাম, জাকির, প্রভাষক সুদীপ্তবসাক প্রমুখ।