চট্টগ্রামে কাভার্ড ভ্যানের চাপায় দুই ছাত্রলীগ কর্মী নিহত

প্রকাশ: ২০১৭-০১-৩০ ১১:৩৯:১৭


Chittagonj_Mapচট্টগ্রামে কাভার্ড ভ্যানের চাপায় মহানগর ছাত্রলীগের দুই কর্মী নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ১২টার দিকে মহানগরীর বন্দর থানার কাস্টমস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাহতাব করিম সিদ্দিকী (২৬) ও ইমরুল হাসান শিবলী (২৩)।

বন্দর থানার এসআই আব্দুল হালিম বলেন, গভীর রাতে বন্দর থেকে পণ্য নিয়ে বের হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাভার্ড ভ্যানের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।

সানবিডি/ঢাকা/এসএস