আর্চারিতে বাংলাদেশের স্বর্ণজয়
প্রকাশ: ২০১৭-০১-৩০ ১৩:৫৩:০৩
প্রথম আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের হীরা মনি।
রিকার্ভ নারী একক ইভেন্টে স্বর্ণ জিতলেন এই আর্চার। এদিকে প্রতিযোগিতায় ৯ ইভেন্টে অংশ নিয়ে ৭ টিতেই ফাইনাল নিশ্চিত করেছেন বাংলাদেশের আর্চাররা।
সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে দিনের শুরুতে মহিলাদের রিকার্ভ একক ইভেন্টের ফাইনালে হীরা আজারবাইজানের রামোজামোভাকে ৬-৪ পয়েন্টে হারান। এরমধ্য দিয়ে দিনের প্রথম স্বর্ণ জেতালেন হীরা মনি।