বরিশালে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৩

আপডেট: ২০১৭-০১-৩১ ১০:২৭:৩২


Barisal_Map
বরিশালের বাবুগঞ্জের রহমতপুর এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় তিনজন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। এতে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে।
বরিশাল বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে বরিশালগামী প্রাইভেটকারটি রহমতপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় কারটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালক মিহির দাস (৩৫) ও অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন। কারের যাত্রী মনির হোসেনকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সানবিডি/ঢাকা/এসএস