যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প
প্রকাশ: ২০১৭-০১-৩১ ১৩:৩৫:৪৯
ট্রাম্পের ইমিগ্রেশন নীতির বিরোধিতা করে তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পর যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা শ্যালি ইয়াতিসকে বরখাস্ত করা হয়েছে। হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, বিচারবিভাগের সঙ্গে ইয়াতিস বিশ্বাসঘাতকতা করেছে।
হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের নাগরিকদের রক্ষার্থে পরিকল্পনা করা একটি বৈধ নির্দেশ পালনে অস্বীকৃতি জানিয়ে বিচার বিভাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে (ইয়াতিস)।
ইয়াতিসের বদলে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার রাত ৯টা থেকে ভার্জিনিয়ার পূর্বের ডিসট্রিক্ট থেকে ড্যান্যা বোয়েনটি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করবেন।
এর আগে একটি চিঠিতে মিসেস ইয়াতিস জানান, প্রেসিডেন্টের নির্বাহী আদেশ আইনসংগত বলে মনে করি না। তিনি আরো বলেন, যতদিন আমি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আছি, বিচারবিভাগ এই নির্বাহী আদেশের পক্ষে আইনি লড়াই করবে না। বিবিসি ও সিএনএন।