সাত খুন: রায় বাতিল চেয়ে তারেক সাঈদের আপিল
প্রকাশ: ২০১৭-০১-৩১ ১৬:০৪:৫৯
ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করেছেন নারায়ণগঞ্জে সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র্যাবের চাকরিচ্যুত কর্মকর্তা তারেক সাঈদ ও এসআই পুর্ণেন্দ্র বালা। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। আপিলে মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে আবেদন জানানো হয়েছে।
এর আগে সোমবার একই মামলার ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করেছেন সাবেক কাউন্সিলর দণ্ডপ্রাপ্ত নূর হোসেন।
গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন সাত খুনের মামলায় র্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক মোহাম্মদ সাঈদ, মেজর আরিফ হোসেন, নৌবাহিনীর লে. কমান্ডার মাসুদ রানা, সাবেক কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেয়। এছাড়া নয়জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয় আদালত।
এরই মধ্যে এই মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে এসেছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অগ্রাধিকার ভিত্তিতে মামলার পেপারবুক প্রস্তুতের নির্দেশ দিয়েছেন।