রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

প্রকাশ: ২০১৭-০২-০১ ১০:২১:৫০


নমুনা ছবি
নমুনা ছবি

রংপুরের তারাগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
নিহত ব্যক্তিরা হলেন মশিউর রহমান (৩৭) ও বিজয় চন্দ্র দোমাসু (২৮)। বুধবার ভোরে রংপুর-সৈয়দপুর মহাসড়কের লেংটিছেড়া ব্রিজ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, একদল ডাকাত মহাসড়কের ওই এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহলরত পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষর্থে পুলিশও গুলি করে। এতে দুজন নিহত হয়। ওসি আরো জানান, ওই দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।