রাজধানীতে জঙ্গি আস্তানায় অভিযান, আটক ৪

আপডেট: ২০১৭-০২-০১ ১২:০৯:৪৭


JMBরাজধানীর যাত্রাবাড়ীর দনিয়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের আইটি শাখার প্রধানসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- আইটি শাখার প্রধান আশফাক-ই-আজম ওরফে আপেল (২৫), মাহবুবুর রহমান (২৪), শাহিনুজ্জামান (২৩) ও আশরাফ আলী (২৫)।
 ওই বাড়ি থেকে দুইটি পিস্তল, ২০ রাউন্ড গুলি, পাঁচটি ছুরি, বিপুল পরিমান বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
র‌্যাব সদর দফতরের লিগ্যাল আন্ড মিডিয়া উইং এর পরিচালক মেজর রইসুল জানান, নব্য জেএমবির উপস্থিতির খবর জানতে পেরে গভীর রাতে ধনিয়ার কবিরাজগলি ২৫১ নম্বর বাড়িটি ঘিরে ফেলে র‌্যাব। ওই বাড়ির দ্বিতীয় তলায় নব্য জেএমবির আস্তানা ছিল। বুধবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সানবিডি/ঢাকা/এসএস