২০ জনের তালিকা করেছে সার্চ কমিটি
প্রকাশ: ২০১৭-০২-০১ ১০:৩৮:৫৩
নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ১২০-১২৫ জনের নাম পাওয়া গেছে। এসব নাম থেকে ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি।
মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম।
রাজনৈতিক দলগুলো কাদের নাম প্রস্তাব করেছে কিংবা সংক্ষিপ্ত তালিকায় কাদের নাম আছে, সে বিষয়ে জানাতে রাজি হননি মন্ত্রিপরিষদ সচিব।
মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বলেন, ‘রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ভালো ভালো নাম এসেছে। আমরা নিরপেক্ষ ইসি গঠনের ব্যাপারে আশাবাদী।’