‘বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে বিনিয়োগ বাড়াতে হবে’
প্রকাশ: ২০১৭-০২-০২ ১৮:০২:২৫
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে বিনিয়োগ বৃদ্ধির কোন বিকল্প নেই। কয়েকটি আইনগত জটিলতার কারণে বিনিয়োগ বিলম্বিত হচ্ছে।
বিনিয়োগ তরান্বিত করতে আন্তর্জাতিক মানের ইনভেস্টমেন্ট ক্লাইমেট প্রয়োজন। আইন মন্ত্রণালয়ের দফতরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে আজ সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী।
তিনি বলেন, দেশে বিনিয়োগ বাড়াতে চার-পাঁচটি আইন সংশোধন ও পরিমার্জনের বিষয়টি তুলে ধরেছেন বিডার চেয়ারম্যান। আমরা এটাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি। যে পাঁচটি আইন সংশোধন ও পরিমার্জনের কথা ভাবা হচ্ছে, সেগুলো হলো- কাস্টম অ্যাক্ট, কোম্পানি অ্যাক্ট, কন্টাক্ট অ্যাক্ট, আরবিট্রেশন অ্যাক্ট ও ইনসলভেন্সি অ্যাক্ট।
আইনমন্ত্রী জানান, এই সংক্রান্ত যে ধারাগুলো পরিবর্তন দরকার চলতি সপ্তাহের মধ্যে তা দাখিলের জন্য বিডার চেয়ারম্যানকে বলেছেন আইনমন্ত্রী। তিনি বলেন, পুরনো আইনগুলো সংশোধন করলেই চলবে। নতুন আইন প্রয়োজন হবে না। আগামী বাজেট অধিবেশনের আগে সংক্ষিপ্ত সময়ের জন্য সংসদে আইন পাসের জন্য একটি অধিবেশন বসবে। এখানেই বিষয়টি উত্থাপিত হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।