প্রতিমা ভাংচুর প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ: ২০১৭-০২-০৪ ১০:৫৩:৩৮


Protimaজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্বববিদ্যালয়ে   আজ ৩রা ফেব্রুয়ারী (শুক্রবার) সরস্বতী পূজার প্রতিমা ভাংচুর করা হয়। কে বা কারা এই ভাংচুর করেছে তা এখনো জানা যায়নি।

কেন্দ্রীয়ভাবে আয়োজিত সরস্বতী প্রতিমার কাপড় ও অলংকারাদি খুলে নিয়েছে দুর্বৃত্তরা । এছাড়া প্রতিমার হাত, পা ভেঙ্গে দেওয়া হয়েছে ।

  সনাতনধর্মাবলম্বী শিক্ষার্থী সাজন সাহা বলেন, বিশ্ববিদ্যালয়ে এখনো কিছু জামায়াত-শিবিরের লোক ঘুমান্তাবস্থায় রয়েছে । তাদের দ্বারাই এই ভাংচুর সংঘটিত হয়েছে বলে আমার ধারনা ।

আরেক শিক্ষার্থী দিপক চন্দ্র দাস জানান, যারা এই ভাংচুর করেছে তাদের উপযুক্ত শাস্তি দাবি জানাচ্ছি। তিনি আরো জানান, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও সহকারী রেজিস্ট্রারের ঘটনা ধামাচাপা দেয়ার জন্যও এই ভাংচুর সংঘটিত হতে পারে  ।

 এব্যাপারে কেন্দ্রীয় পূজা আয়োজন কমিটির সদস্য সচিব ও শিক্ষক তপন কুমার সরকার বলেন ,অপরাধী যেই হোক না কেন তাদেরকে দ্রুত সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই ।,

  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জাহিদুল কবীর বলেন,  দুষ্কৃতিকারীদের ছাড় দেয়া হবে না । থানায়  অজ্ঞাতনামা মামলা দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন , আমদেরকে আইনগত পদক্ষেপ নিতে কোন নির্দেশ প্রদান করা হয়নি ।

বিশ্ববিদ্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে ।সাধারণ শিক্ষার্থীদের অনেকেই মনে করছেন চলমান আন্দোলনকে ধামাচাপা দেয়ার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে ।

সানবিডি/জাকতানইবি/এসএস